হাট-বাজার
অত্র ৪নং বগাচতর ইউনিয়নে ৬টি ছোট বড় হাট বাজার রয়েছে। তার মধ্যে বৈরাগী বাজার অন্যতম। এই বাজারটি শুক্রবারে সপ্তাহে ১দিন পাহাড়ী, বাঙ্গালীর হাট বসে।পাহাড়ীরা বাজারে ভিবিন্ন ধরনের তরীতরকারী এবং তাদের উৎপাদিত টাটকা ফসলাদী নিয়ে বাজারে আসে। বাজার দিনে নিম্নে প্রায় ৫,০০০হাজার লোকের সমাগম ঘটে। উক্ত বাজারটির, বাজার চৌধুরীর মাধ্যমে সার্বিক তত্ববধান, খাজনা, ট্যাক্স উত্তোলণ করা হয়, এবং বাজার পরিচালনা কমিটির সভাপতির মাধ্যমে বাজার নিয়ন্ত্রন করা হয়।
যোগাযোগ ব্যবস্থা: উপজেলা সদর থেকে নৌ পরিবহন যোগে এই বাজারে আসা যায় এবং মাইনী বাজারের পূর্ব পার হইতে মটর সাইকেল যোগে আসা যায়।
ক্রঃ নং | হাট-বাজার এর নাম | বাজার চৌধুরীর নাম | পরিচালনাকারী সভাপতির নাম |
১ | বৈরাগী বাজার | মোঃ তৈয়ব আলী চৌধুরী মোবাইল: ০১৮১১২৪৪৮১৪ | আবু তাহের সওদাগর |
২ | নতুন বাজার |
| মোঃ লোকমান হোসেন মোবাইল: ০১৫৫৩১২৬৭০২ |
৩ | রাঙ্গীপাড়া বাজার |
| মোঃ হারুন |
৪ | গাউছপুর বাজার |
| দিদার হোসেন |
৫ | ফোরের মুখ বাজার |
| আবুল কাশেস |
৬ | ব্রিজ ঘাট বাজার |
| মোঃ নিজাম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস