Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বগাচতর ইউনিয়নের ইতিহাস

বগাচতর ইউনিয়নের ইতিহাস

ইউনিয়ন পরিচিত কাচালং নদী ও পাহাড়ি ছড়া সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন ৪নং বগাচতর ইউনিয়ন।  ছোট বড় পাহার খাল বিল বিশিষ্ট একটি বৈচিত্রময় জনপদ যেখানে, চাকমা ও বাঙ্গালী হিন্দু পাংখুয়া মোট ৪টি জনগোষ্ঠির বসবাস।   ভৌগলিক বৈচিত্রময় সৌন্দর্য এবং বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির সম্মিলনযোগ করেছে এক ভিন্ন মাত্রা।

 

 

৪নং বগাচতর ইউনিয়নের নামকরণের পেছনে কোন ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়না।তবে এই ইউনিয়াস্থ একটি বড় বিল আছে। এই বিলে অনেক বক আসত তখন থেকে বগাচতর নামকরন হয়েছে। আবার অনেক বলে এক সময় অত্র ইউনিয়নে বগা ছত্তর নামে একজন মেম্বার ছিল তাহার নামের সাথে মিল রেখেই এই নাম করন করা হয়েছে।পরর্তিতে বগাছত্তর থেকে বগাচতর নামকরন হয়।